বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা  

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা  

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রি)। ১৯৯১ সালে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রি) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কলেজ প্রভাষকরা অধ্যক্ষের রুমে তালা লাগিয়ে রাখে। প্রতিবাদকারীরা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ করেন। কলেজ শিক্ষকদের নিকট তালা মারার বিষয়ে জানতে চাইলে বলেন আলোচনা চলছে।

আলোচনা শেষে আপনাদের লিখিতভাবে অনিয়মের বিষয়গুলো জানানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্ষে তালা লাগানো ছিলো।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবিব বলেন, শিক্ষকদের কিছু দাবি দাওয়া ছিল এই বিষয়ে কথা বার্তা চলছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা করবো।
স্থানীয় শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন থেকেই গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের অর্থ আত্মসাৎ প্রকাশ হয়েছে। 

বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা উত্তোলন ও আত্মসাৎ অব্যাহত রয়েছে বলে কলেজ শিক্ষার্থীদের অভিযোগ।

টিএইচ